Description
জগৎ আর মহাজগতের মাঝখানে মায়ার ঝুলন্ত সেতু, চিত্ররূপময়। রূপ আর অরূপের অপরূপ দোলাচলে পুরুষ আর প্রকৃতির চিরবিরহের হাহাকার। মুমুক্ষু চাতকের অপার তৃষ্ণার সামনে বোধিগাছতলা জেগে ওঠে। কালো থেকে অনিঃশেষ আলোর আলপথ জেগে ওঠে একদিন। নাম জাগে, মহানাম জেগে ওঠে নামহীনতার যাত্রাপথে। আলোর মাস্তুল জাগে। অবিচল পাখি এসে বসে। ঝড় অতিক্রম করে শান্ত সমুদ্র জাগে একদিন। চিদাকাশ ভরে ওঠে অচেনা বিভাবে। সসীম অসীমে মিশে যায়। সেই অভিজ্ঞান নিয়ে গড়ে ওঠে সুন্দর-সরণি। সমর্পণের গানে অতীন্দ্রিয় ইন্দ্রজাল জন্ম নিতে থাকে।
Reviews
There are no reviews yet.