Description
তিনি চূড়ান্ত মায়াময় এক অস্বস্তি। যাহাই বাঁচা তাহাই লেখা। ‘নাগরিক’ শব্দটি এবং পরিসরটি যে আদতে ক্ষমতাবৃত্তের তৈরি একটা ফাঁদ, তা লুৎফর রহমানের আগে কতজন এইভাবে ভেবেছেন! নাগরিকের অবস্থান খুব স্পষ্ট, স্পষ্ট বলেই নাগরিক ক্ষমতাবৃত্তের কাছে আদৌ কোনো চ্যালেঞ্জ নয়। মানুষ অত স্পষ্টভাবে অবস্থান করতে পারে না তার মানবিক পরিধি হেতুই। এমনকি মানুষ নিজের সঙ্গে হয়ে যাওয়া অবিচার, ট্রমা-এগুলোকেও স্পষ্টভাবে চিহ্নিত করতে চায় না কারণ, মানুষের কাছে বাঁচাই সবচেয়ে জরুরি। তাই সে ধান বোনে, ঘর ছাইতে থাকে, মাছ ধরে, ঘরে আগুন লাগলে পালায়, পালিয়ে আবার ঘর ছাইতে থাকে, ধান বোনার জায়গা খোঁজে। তাই মানুষকে নিয়ে সব দেশে সব কালে ক্ষমতাবৃত্তের অস্বস্তি হয়। মানুষকে অস্বীকার করতে চায় ক্ষমতাবৃত্ত। মানুষের পরিসর বুঝতে লুৎফর রহমানের কাছে বারবার আসতে হবে আমাদের।
Reviews
There are no reviews yet.